শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্বামী ও কন্যার আত্মহত্যার চেষ্টা ব্যর্থ ফাঁসিতে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় আত্মহত্যার উদ্দেশ্যে স্বামীর ঘুমের ট্যাবলেট সেবনের দৃশ্য দেখে স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের রহমাননগরে এ ঘটনা ঘটে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। বগুড়া সদর থানা পুলিশ জানায়, বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী নিজ বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সামনেই একসঙ্গে বেশকিছু ঘুমের ট্যাবলেট সেবন করেন। এ দৃশ্য দেখে তার স্ত্রী সম্পা ইসলাম (৩২) নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। এ সময় বাবা-মার এ দৃশ্য দেখে তাদের স্কুলপড়ুয়া মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনা জানতে পেরে প্রতিবেশীরা গিয়ে স্বামী-স্ত্রী ও মেয়ে দীপ্তি ইসলামকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্পাকে মৃত ঘোষণা করেন এবং অসুস্থ অবস্থায় বাপ্পী ও মেয়ে দীপ্তিকে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দুপুর ২টায় সম্পার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। বিকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রায় ১৬ বছর আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বাপ্পী রহমাননগরের মোতালেবের ছেলে ও সম্পা শাজাহানপুর উপজেলার সিরাজুল ইসলামের মেয়ে।

বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান জানান, তুচ্ছ ঘটনায় স্বামী-স্ত্রীর ঝগড়া নিয়ে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হলেও বাপ্পী ও দীপ্তি এখন সুস্থ আছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর