শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিমানবন্দরে নির্মাণ কাজের ধীরগতিতে সংসদীয় কমিটির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার নির্মাণ ও তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সব ধরনের আইনি জটিলতা ও কারিগরি সমস্যা কাটিয়ে দ্রুত প্রকল্প দুটির কাজ শেষ করার সুপারিশ করেছে। সংসদ ভবনে গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক আলী আশরাফ, কামরুল আশরাফ খান, তানভীর ইমাম, রওশন আরা মান্নান ও সাবিহা নাহার বেগম বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফারুক খান বলেন, বিমানবন্দরে প্রাইভেট হেলিকপ্টারের যে হ্যাঙ্গার রয়েছে, সেটা সরিয়ে নতুন করে হ্যাঙ্গার করতে হবে। এই কাজটি এখনো শুরু হয়নি। তৃতীয় টার্মিনাল নির্মাণেও বেশ ?কিছু আইনি জটিলতা আছে। বেসামরিক বিমান কর্তৃপক্ষ কাজ শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগাচ্ছে। এ বিষয়ে কমিটি তাদের সতর্ক হতে বলেছে।  এ ছাড়া আগামী হজ মৌসুমে যাতে হজ ফ্লাইটে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে তিনটি স্থানের মধ্যে দুটি স্থান নির্বাচন করার সুপারিশ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর