শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মদসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কোটি টাকার দেশি-বিদেশি মদের আস্তানা গড়ে তুলেছে কয়েকটি মাদক সিন্ডিকেট। এসব আস্তানায় অভিযান চালিয়ে শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী শাহজাহান হাওলাদারসহ সিন্ডিকেটের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় ২৬৩টি বিয়ারের ক্যান ও ১৫৭ বোতল   বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আটক সিন্ডিকেটের অন্যরা হচ্ছেন সাগর বিশ্বাস (৩০), সুশীল জয়ধর (৪৬), মেহেদী হাসান (২৬), রুস্তম গাজী (৩৯), রাসেল কবির (৩৬) ও পলি ইসলাম (৩০)। গতকাল র‌্যাব-৬-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে নগরীর সোনাডাঙ্গা মজিদ সরণির ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে সিন্ডিকেটটি বিদেশি মদ ও বিয়ার বিক্রির নেটওয়ার্ক গড়ে তোলে। বৃহস্পতিবার রাতে এখান থেকে সিন্ডিকেটের কয়েকজনকে আটকের পর বটিয়াঘাটার সাচিবুনিয়া, সোনাডাঙ্গার মজিদ সরণি ও দারুসসালাম মহল্লার কয়েকটি আস্তানায় অভিযান চালিয়ে মজুদ মদ, বিয়ারসহ আরও কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর