শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী ও জেএসসি জেডিসির ফল আজ

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল প্রকাশ করা হবে আজ। একই দিনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলও প্রকাশ করা হবে। সকালে পঞ্চম শ্রেণির প্রাথমিকের সমাপনী পরীক্ষার ফল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। পরে অষ্টম শ্রেণির সার্টিফিকেট পরীক্ষার ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কর্তকর্তারা সঙ্গে থাকবেন। পরে দুপুর ১টায় গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুপুর ২টায় মন্ত্রীরা ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd অথবা www.dperesult.teletalk.com.bd-এ পাওয়া যাবে। জেএসসি, জেডিসি পরীক্ষার ফল www. educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। নভেম্বরে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নেয়। ১৯ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

সর্বশেষ খবর