বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘ডিজিটাল’ ভোগান্তিতে স্কুলে ভর্তিচ্ছুরা

চট্টগ্রাম

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

সরকার নাগরিক সেবা সর্বত্র ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে। অনেক ক্ষেত্রে তা বাস্তবায়নও হচ্ছে। কিন্তু জন্মসনদ প্রাপ্তিতে অন্তহীন দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। গত দেড় বছর ধরে বিভিন্ন সনদ প্রাপ্তিতে ডিজিটাল ভোগান্তিতে পড়েছেন আবেদনকারীরা। বছরের শুরুতে শিক্ষার্থীদের স্কুল ভর্তির সময় হওয়ায় চরমভাবে বিপাকে পড়েছেন অভিভাবকরা। ইতিমধ্যে নগরের পাঁচটি ওয়ার্ডে জন্মনিবন্ধন প্রদান সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যায়। এ নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পক্ষ থেকে জন্মসনদ প্রদানকারী কর্তৃপক্ষের কাছে বারবার তাগাদা দেওয়া হলেও এ সমস্যার কোনো প্রতিকার হয়নি। জানা যায়, সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প (২য় পর্যায়) নামে একটি প্রকল্প ২০০৭ সালে শুরু হয়ে ২০১২ সালের জুনে শেষ হয়। ২০১২ সালের জুলাই থেকে ৩য় পর্যায়ে কার্যক্রম শুরু হয়ে ২০১৬ সালের জুন মাসে শেষ হয়। এর পর থেকে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। গত দুই মাস ধরে সার্ভার সমস্যার কারণে অত্যন্ত ধীর গতিতে তথ্য ইনপুট করা যাচ্ছে। ফলে আবেদনকারীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর