বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জনগণকে সেবায় শৈথিল্য কাম্য নয় : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধন পরিদফতর কর্মকর্তাদের উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নাগরিক সুবিধা বাড়াতেই নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করা হয়েছে। মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী আপনারা জনগণের সেবক। এ দেশের মানুষের সেবা করার জন্যই আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনগণকে সেবা প্রদানে কোনো ধরনের শৈথিল্য কাম্য নয়। গতকাল নিবন্ধন পরিদফতরের কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানকে অধিদফতরে উন্নীত করা উপলক্ষে আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এলে তিনি এসব কথা বলেন। গতকাল নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

আইনমন্ত্রী বলেন, ইতিমধ্যে ৪৮টি জেলা রেজিস্ট্রি অফিস ভবন ও ২৩৩টি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ৩০৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৯৮টি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর