শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ক্রান্তিলগ্নে সাংবাদিকরা এগিয়ে এসেছেন

———————— ইকবাল সোবহান

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকরা শুধু নিজেদের রুটি-রুজির জন্যই আন্দোলন করে না, দেশের ক্রান্তিলগ্নেও সব সময় এগিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, দেশে যখন কোনো ষড়যন্ত্র হয় তখনই সাংবাদিকরা আন্দোলন-সংগ্রামে নেমে পড়েন। ৫ জানুয়ারি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিইউজের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা শাহজাহান মিঞা, আবদুল জলিল ভূইয়া, কুদ্দুস আফ্রাদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। ইকবাল সোবহান চৌধুরী বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন। অন্য সময়ের মতো সেখানেও সাংবাদিকদের অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন করে যাচ্ছেন তাদের হয়ে কাজ করতে হবে। আর সেই নির্বাচনে দেশের জনগণ ব্যালটের মাধ্যমে অশুভ শক্তির পরাজয় ঘটাবে।

সর্বশেষ খবর