শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘ভর্তির জন্য সাড়ে তিন হাজার টাকা হাতে রাখবেন’

প্রধান শিক্ষকের ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

‘ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আগামীকাল (আজ) বেলা ১১টায় ফলাফল ঘোষণা করা হবে। আপনার সন্তানদের ভর্তির জন্য তিন থেকে সাড়ে তিন হাজার টাকা হাতে রাখবেন। আর শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, পরীক্ষার প্রশ্নপত্র রেখে দেবেন। কোনো পরীক্ষার্থী যেন প্রশ্ন নিয়ে যেতে না পারে— সে দিকে কঠোর নজর রাখবেন।’ গতকাল সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা চলার সময় মাইকে এমন ঘোষণা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মোল্লা। প্রধান শিক্ষকের এমন ঘোষণায় পরীক্ষার্থীসহ অপেক্ষমাণ অনেক অভিভাবক বিব্রত হন। অভিভাবকরা বলেন, পরীক্ষার আগে অথবা আবেদনপত্র নেওয়ার সময় এমন ঘোষণা না দিয়ে পরীক্ষা চলার সময় একাধিকবার উচ্চৈঃস্বরে মাইকে এমন ঘোষণা দেওয়া এবং পরীক্ষার প্রশ্নপত্র রেখে দেওয়া কতটুকু সমীচীন? ভর্তি পরীক্ষা শেষে একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষা চলার সময় উচ্চৈঃস্বরে মাইকে হঠাত্ এমন ঘোষণা শুনে পরীক্ষায় তাদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে। তা ছাড়া, প্রশ্নপত্র রেখে দিলে কী ধরনের প্রশ্ন এসেছে— তারা তা বাসায় গিয়ে অভিভাবকদের দেখাতে পারবে না।

সর্বশেষ খবর