শিরোনাম
বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খালেদার রায় নিয়ে বিশৃঙ্খলা হলে প্রতিরোধ : মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ৮ ফেব্রুয়ারি নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, খালেদা জিয়ার রায় নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিরোধ করা হবে। এ জন্য যাতে ঘর থেকে বের হতে না পারে সে জন্য আওয়ামী লীগ ও সব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। গতকাল জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।      মির্জা আজম খালেদা জিয়ার দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে বলেন, খালেদা জিয়ার বিশ্বস্ত কাউকেও যদি জজের আসনে বসানো হয় তার পক্ষেও খালেদা জিয়াকে জেল না দিয়ে কোনো উপায় থাকবে না। আর খালেদার নিশ্চিত জেল হবে জেনেই দেশ স্তব্ধ করে দেবে, দেশ তামা করে দেবে বলে হুঙ্কার ছাড়ছে বিএনপি নেতারা। কিন্তু ২০১৪ সালের মতো কাউকে আর জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না। সেদিন যেন কেউ ঘর থেকে বের হতে না পারে সে জন্য জেলা-উপজেলার প্রতিটি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ প্রতিটি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক ও অতন্দ্র প্রহরীর মতো পাহারায় থাকতে হবে। আর কেউ বের হয়ে কোনো ঘটনা ঘটালে সে যেন ঘরে ফিরে যেতে না পারে সে জন্যও প্রস্তুত থাকতে হবে। কৃষিবিদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজাউল করিম হীরা এমপি, অ্যাডভোকেট বাকী বিল্লাহ, ফারুক আহমেদ চৌধুরী, মারুফা আক্তার পপি, আবদুল আলীম বেপারি, আবুল ফজল রাজু প্রমুখ।

সর্বশেষ খবর