বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কোচিং বন্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে কোচিং বন্ধ করার ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছে কোচিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ। তারা দাবি করেছে কোচিং সেন্টার বন্ধ হলে ১৫ লাখ শিক্ষিত যুবক বেকার হবে। গতকাল জাতীয়  প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন কোচিং অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইমাদুল হক (ই.হক)। এ সময়  কোচিংয়ের স্বীকৃতি ও বৈধ নীতিমালা প্রণয়ন, কোচিংয়ের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ৪ দশমিক ৫ শতাংশ করা ও কোচিং সেন্টারের জন্য ভাড়া করা বাড়ির ওপর অর্পিত ভ্যাট প্রদান বন্ধ করারও দাবি জানানো হয়।

সর্বশেষ খবর