শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেবে আইএফআরসি

পার্টনারশিপ মিটিং

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনমানের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)। তিন দিনব্যাপী আন্তর্জাতিক পার্টনারশিপ মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজারের উখিয়ায় একটি হোটেলে আয়োজিত এ মিটিংয়ের সমাপনী দিনে গতকাল প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী দুই বছর আন্তর্জাতিক রেডক্রস রেড ক্রিসেন্ট কমিটি রোহিঙ্গা শিবিরে তাদের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে রোহিঙ্গাদের চিকিৎসা ও ত্রাণ সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় সম্ভাব্য প্রস্তুতি গ্রহণ। এর পাশাপাশি কক্সবাজার এবং বান্দরবানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকার ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা ও ত্রাণ সহায়তার আওতায় আনারও সিদ্ধান্ত হয়। স্থানীয় বাসিন্দাদের জীবনমানের উন্নয়নে কী ধরনের সহায়তা দেওয়া যায়— এ বিষয়ে জরুরি ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হাফিজ আহমদ মজুমদার, ভাইচ প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, মহাসচিব ফিরোজ সালাহ্ উদ্দিন, ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান।

এর আগে সকালে মিটিংয়ে আগত ২২ দেশের সদস্যরা উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের জন্য নির্মিত ফিল্ড হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা কেন্দ্র এবং খাদ্য সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং মিয়ানমারে নির্যাতনের কথা শোনেন। তিন দিনের মিটিংয়ে ২২টি দেশের রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটির ১৫০ সদস্য অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর