মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জেএমবির তিন জঙ্গিকে রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তানোর উপজেলায় গ্রেফতার জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। গতকাল দুপুরে তিন জঙ্গিকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত-৩ এ হাজির করে রিমান্ড চাওয়া হয়। আসামিরা হলেন— তানোরের বিলশহর গ্রামের মৃত জহুর মণ্ডলের ছেলে সাহেবজান আলী (৩৫), জেকের আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮) এবং খলিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৮)। রবিবার ভোররাতে সাহেবজানের বাড়িতে গোপন বৈঠকে বসলে তাদের আটক করে র‌্যাব-৫ এর একটি দল। এ সময় ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গানপাউডার, দুটি জিহাদি বই, ৪০ গ্রাম সোডা, সমপরিমাণ চুন, পাঁচটি হ্যান্ডনোট, সাতটি জিহাদি লিফলেট ও বোমা তৈরির নানা সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ব্যাটারি, জর্দার কৌটা, ইলেকট্রিক তার, রাং তার, কাটার প্লাস, তাতাল, স্কচটেপ, সুপার গ্লু, আইসি ও মার্বেল। আটকের পর র‌্যাব এই তিন জঙ্গিকে তানোর থানায় সোপর্দ এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। তানোর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের মামলাটির তদন্তের দায়িত্ব পান। পরে তিনিই আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর