মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আন্দোলনে অচল বরিশাল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আন্দোলনে অচল বরিশাল সিটি করপোরেশন

কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে থাকায় ফাঁকা চেয়ার-টেবিল —বাংলাদেশ প্রতিদিন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাজকর্ম বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো কর্মকর্তা-কর্মচারীদের নগর ভবনে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। এতে অচল হয়ে পড়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এই অবস্থায় সেবা গ্রহীতারা নগর ভবনে গিয়ে কোনো সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। যদিও অচলাবস্থা নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে বকেয়া বেতন চেয়ে না পেয়ে গত রবিবার সকাল সাড়ে ৯টায় আকস্মিক সব দাফতরিক কাজ বন্ধ রেখে নগর ভবনের দোতলায় অবস্থান নেন বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। গতকালও সকাল ৯টায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে গিয়ে কোনো দাফতরিক কাজ না করে মেয়রের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় বকেয়ার দাবিতে থেমে থেমে স্লোগান দেন তারা। সিনিয়র কাউন্সিলররা আন্দোলনকারীদের নিবৃত্তের চেষ্টা করে ব্যর্থ হন। বকেয়া বেতন এবং ১৭ মাসের প্রভিডেন্ট ফান্ডের বরাদ্দ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর