মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রাজনৈতিকভাবে বাংলাদেশ সঠিক পথে আছে : তোফায়েল

বাংলাদেশকে অগ্রিম অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিকভাবে বাংলাদেশ সঠিক পথেই আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পো’র সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় মিয়া সিপ্পো বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে, এজন্য বাংলাদেশকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আবাসিক প্রতিনিধি আরও বলেন,  রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশের পাশে আছে। মতবিনিময় সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতায় সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের প্রতিনিধি। তাকে আমি বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতির বিষয়টি অবহিত করেছি। রাজনৈতিকভাবে বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে, এ বিষয়টি আমি জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে অবহিত করেছি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৩-১৫ সালে রাজনৈতিক দলগুলো যে জ্বালাও-পোড়াও করেছে তা ভুল ছিল। রাজনৈতিক  দলগুলো সেটা বুঝতে পেরেছে। এ কারণেই তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে। দলের নেত্রীর জন্য তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। এক্ষেত্রে সরকার কিছুই বলবে না। দেশে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে। আদালতের রায় নিয়ে রাস্তায় আন্দোলন-সংগ্রাম করা আদালত অবমাননার শামিল। রাজনৈতিক আন্দোলনের নামে যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটে, জনজীবনে দুর্ভোগ নেমে আসে, তাহলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর