মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নাচে-গানে শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী

সাংস্কৃতিক প্রতিবেদক

নাচ, গান, অ্যাক্রোবেটিক প্রদর্শনীসহ নানা বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার ৪৪তম বার্ষিকী উদ্যাপন করেছে শিল্পকলা একাডেমি। গতকাল একাডেমির নন্দন মঞ্চে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান। আরও উপস্থিত ছিলেন একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানী, মুস্তাফা মনোয়ার ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সাংস্কৃতিক পর্বে নৃত্য নিয়ে মঞ্চে আসেন লায়লা হাসান, মিনু হক, জিনাত বরকতউল্লাহ, ডলি ইকবাল, ফাতেমা কাশেম, নিলুফার ওয়াহিদ পাপড়ি, সুলতানা হায়দার, সেলিনা হোসেন ও ড. নিগর সুলতানা। এতে সংগীত পরিবেশন করে একাডেমির ভাওয়াইয়া দল। আরও অনুষ্ঠিত হয় পুতুল নৃত্য, শাস্ত্রীয় সংগীত ও নৃত্য। বেহালা বাজিয়ে শোনান রূপসী মমতাজ। বাঁশি, গান, নৃত্য, দোতরা বাজান শিল্পীরা। বাউল গান পরিবেশন করেন শিল্পী কাঙালিনী সুফিয়া।

সুফি উৎসব :‘সম্প্রীতির জন্য সঙ্গীত’ প্রতিপাদ্যে ২৩ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিনদিনের ‘আন্তর্জাতিক সুফি উৎসব’। আল্লামা রুমি সোসাইটি ও হাটখোলা ফাউন্ডেশনের যৌথ এ আয়োজনের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হবে তিনদিনের এই উৎসব। এতে অংশ নেবে বাংলাদেশ, ভারত, ইরান ও তুরস্কের শিল্পীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর