শিরোনাম
শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিচার বিভাগকে শ্রদ্ধা করা উচিত : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিচার বিভাগকে শ্রদ্ধা করা উচিত : আইনমন্ত্রী

বিচার বিভাগকে শ্রদ্ধা করা উচিত- উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, বিচার বিভাগ হচ্ছে তিনটি স্তম্ভের একটি। বিএনপির উচিত এই স্তম্ভকে শ্রদ্ধা করতে শেখা। গতকাল সকালে তিনি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা-কুসুমবাড়িতে আড়াই কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। শেষে ধাতুরপহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

মন্ত্রী বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের সেবক। আমাকে আবারও নির্বাচিত করে আপনাদের সেবা করা সুযোগ দিন।

মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ভূইয়া, সেলিম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা, ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সহ-সভাপতি মো. শামীম মোল্লা প্রমুখ।

সর্বশেষ খবর