বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শুরু হচ্ছে ‘বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা’

নিজস্ব প্রতিবেদক

শুরু হচ্ছে ‘বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা’

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এ গতকাল ‘বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’র চুক্তি স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান এবং কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন —বাংলাদেশ প্রতিদিন

দেশব্যাপী বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জ্ঞাননির্ভর সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে এবার এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ‘বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ আয়োজন করছে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা পেপারস মিল্স লিমিটেড (বিপিএমএল)। আয়োজকরা জানান, শিগগিরই দেশব্যাপী এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এ বিপিএমএল ও কালের কণ্ঠের মধ্যে এ ব্যাপারে এক চুক্তি স্বাক্ষর হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান এবং কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ ধরনের জাতীয় বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে দেশের ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় সমৃদ্ধ করার পাশাপাশি জ্ঞাননির্ভর জাতি গঠনে ভূমিকা রাখবে। 

ইয়াশা সোবহান বলেন, বসুন্ধরা শিক্ষিত জাতি গঠনের কাজে বরাবরই সম্পৃক্ত। ছাত্রছাত্রীদের জন্য আমাদের বেশ কিছু শিক্ষা উপকরণ আছে। এর অন্যতম বসুন্ধরা খাতা। ইতিমধ্যে দেশের অধিকাংশ ছাত্রছাত্রীর কাছে আমাদের এ খাতা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের মূলমন্ত্র শুধু ব্যবসা নয়, একটি জ্ঞাননির্ভর আধুনিক সমাজ বিনির্মাণ করা। আশা করি এ বিতর্ক প্রতিযোগিতা একটি জ্ঞাননির্ভর সমাজ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মুস্তাফিজুর রহমান, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, মহাব্যবস্থাপক বিজ্ঞাপন হারুনুর রশিদ ও ইউসুফ মামুন, বিপিএমএলের বিভাগীয় প্রধান (হিসাব ও অর্থ) মির্জা মুজাহিদুল ইসলাম, বিক্রয় বিভাগের প্রধান মো. মাসুদুজ্জামান, বিপিএমএলের মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. তৌফিক হাসান প্রমুখ।

সর্বশেষ খবর