বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নিলয়ের তথ্যে খাল থেকে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীর একটি খাল থেকে অস্ত্র উদ্ধার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। জঙ্গি আকরাম হোসেন খান নিলয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। খালে বিদেশি পিস্তল, গুলি ও বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম ছিল বলে গতকাল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, লোহার গ্রেনেডের কনটেইনার, পাঁচ প্যাকেট বেয়ারিং বল, দুটি ব্যাটারি, দুটি টগল সুইচ, ১০৫টি ডেটোনেটর, স্কচটেপ মোড়ানো কাটা পলিথিন উদ্ধার করা হয়েছে।

অস্ত্রগুলো কিছু পলিথিন দিয়ে পেঁচানো অবস্থায় খালের পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।

গত ২১ মার্চ আকরাম হোসেন খান নিলয়সহ তার সঙ্গী হাদিসুর রহমান সাগরকে বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে সাগরকে সাত দিন ও নিলয়কে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সর্বশেষ খবর