মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

তিন রোগীকে হাসপাতালে নিয়ে গেলেন কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গতকাল সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযান পরিদর্শনে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা চলাকালে একপর্যায়ে দুজন অ্যাসিড দগ্ধ নারী ও একজন হাঁটুর নিচে প্রচন ধরা রোগী সাহায্য চাইলেন মন্ত্রীর কাছে। মন্ত্রী তাদের কথা শুনেন। তাদের শরীর দেখে মন্ত্রী জানালেন আগে তোমাদের সুস্থ হওয়া প্রয়োজন। এখনই তোমরা হাসপাতালে ভর্তি হবে। যে কথা সেই কাজ। অ্যাসিড সন্ত্রাসের শিকার মা বিলকিস বেগম ও মেয়ে বীথিকে এবং সড়ক দুর্ঘটনায় আহত মিজানকে নিজ প্রটোকলের গাড়িতে তুলে নিয়ে গেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় উপস্থিত জনতা মন্ত্রীর প্রশংসা করেন।

সর্বশেষ খবর