মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

স্কুল ও মাদ্রাসায় সাংস্কৃতিক চর্চা বাড়ানোর সুপারিশ

সংসদীয় কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ ও মৌলবাদ রুখতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তৃত করার পাশাপাশি দ্রুত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকা চূড়ান্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে গতকাল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, মনোরঞ্জন শীল গোপাল, পংকজ নাথ, পিনু খান ও জেবুন্নেছা আফরোজ বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর’ এবং ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন’-এর কার্যক্রম বিষয়ে কমিটির সুপারিশসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। কমিটি আগামী মে মাসে দিনাজপুর কান্তজিউ মন্দিরসংলগ্ন জাদুঘর উদ্বোধন করার সুপারিশ করে। বৈঠকে সংস্কৃতি সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদফতর ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর