মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মের প্রথম সপ্তাহে এসএসসির ফল

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে মে মাসের প্রথম সপ্তাহে। এরই মধ্যে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। গতকাল সাব-কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।  আগামী ৩-৭ মের মধ্যে এসএসসির ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠিয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নির্ধারিত দিনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন।

সর্বশেষ খবর