বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নারায়ণগঞ্জে দুই ওসমানের জলাবদ্ধতা বিরোধী অভিযান

খাল দখলকারীদের প্রতি করা হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণে রাস্তায় নেমেছেন জাতীয় সংসদের প্রভাবশালী সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান। তারা দুই ভাই। সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ ও শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি। গতকাল বুধবার সকাল থেকে তারা ফতুল্লার বিসিক শিল্পনগরী, মাসদাইর ও এলাকার জলাবদ্ধতা স্বচক্ষে দেখার পর তার প্রতিকারে ত্বরিত পদক্ষেপ নেন। ওই সময় তাদের উপস্থিতিতে ভেকু দিয়ে খাল খনন শুরু হয়। দুই এমপি বলেন, কোনো অবস্থাতেই পানি নিষ্কাশনের খাল দখল করা যাবে না। যত প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন খাল দখল করে স্থাপনা করলে তা উচ্ছেদ করতে হবে। তারা আরও বলেন, এখনো বর্ষা শুরু হয়নি। সামনে বৃষ্টির মৌসুম। এখন থেকে আমাদের সচেতন ও সচেষ্ট হতে হবে। পানি নিষ্কাশনের খালগুলো দখলমুক্ত করতে হবে। নারায়ণগঞ্জে কল্যাণী খালসহ শাখা খালগুলো দখল করে গড়ে উঠেছে অবৈধ অর্ধশতাধিক স্থাপনা। এতে খাল সরু হয়ে ময়লা-আবর্জনা জমে সদর উপজেলা ও ফতুল্লার শিল্পাঞ্চলের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় আর নাকাল হয় নগরবাসী। স্থানীয়ভাবে যেটি কাইল্যানী খাল নামে পরিচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর