মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

১১৩৭ কোটি টাকা মুনাফা করেছে জনতা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

এবার ১১৩৭ কোটি টাকা মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়েছে। ব্যাংকটির সম্মেলন কক্ষে চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুল হক, ব্যাংকের পরিচালক মানিক চন্দ্র দে, খন্দকার সাবেরা ইসলাম, মো. মোফাজ্জল হোসেন, মসিহ্ মালিক চৌধুরী  এফসিএ, এ কে ফজলুল আহাদ, সেলিমা আহমাদ, মোহাম্মদ আবুল কাশেম, মো. আবদুল হক, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুস ছালাম আজাদ, ব্যাংকের ডিএমডি মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ ফখরুল আলম, মো. জিকরুল হক, মো. তাজুল ইসলাম ও কোম্পানি সচিব হোসেন ইয়াহ্ইয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনক আবদুস সালাম আজাদ জানান, ২০১৭ সালে জনতা ব্যাংক ১ হাজার ১৩৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। গত বছর ব্যাংকের কর পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২৬৯ কোটি টাকা। তিনি জানান, গ্রাহকদের রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সেবা দিতে ইতিমধ্যে ব্যাংকের সব শাখা অনলাইনের আওতায় আনা হয়েছে। ২০১৭ সালে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ৮০ হাজার ৫৯৯ কোটি টাকা, যা বিগত ২০১৬ সাল হতে ৩.৫২ শতাংশ বেশি। আমানতের পরিমাণ ১.১৯ শতাংশ বেড়ে ৬৪ হাজার ৯৪৪ কোটি টাকায় উন্নীত হয়েছে।

২০১৭ শেষে ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার দাঁড়িয়েছে ১৬.৫৪% (৭,৬০০ কোটি টাকা)। শ্রেণিকৃত ঋণের হার কিছুটা বাড়লেও তা রাষ্ট্র মালিকানাধীন অন্যান্য ব্যাংকগুলোর তুলনায় অনেক কম। এ ছাড়া ২০১৭ সালে শ্রেণিকৃত ঋণ হতে ৪৯২ কোটি এবং অবলোপনকৃত ঋণ হতে ১১০ কোটি টাকা নগদ আদায় করা সম্ভব হয়েছে। সভায় বিগত বছরগুলোর ন্যায় এ বছরও জনতা ব্যাংক সরকারকে এক কোটি টাকা নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ খবর