বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

পায়রা বন্দরের ড্রেজিং করবে বিদেশি কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং করবে বিদেশি কোম্পানি। এ জন্য কারিগরি ও আর্থিক সহযোগিতার জন্য ‘রয়াল হাসকোনিং’কে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ করা হয়েছে। জাতীয় অগ্রাধিকারভুক্ত এই প্রকল্প এখন যৌথ কোম্পানির পরিবর্তে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদ ভবনে গতকাল নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম। কমিটির সদস্য এম আবদুল লতিফ, রণজিৎ কুমার রায়, মো. আনোয়ারুল আজীম (আনার), মমতাজ বেগম অ্যাডভোকেট এবং বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয় জানায়, বাংলাদেশের বিভিন্ন নদীর গঠন, উৎস, প্রকৃতি সবকিছু সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও কমিটির বৈঠকে প্রদর্শন করার সুপারিশ করা হয়। এ সময় কমিটিকে জাননো হয়, দেশের ফেরি সার্ভিসের কার্যক্রমে সহায়তা করার জন্য ছয়টি ওয়েব্রিজ স্কেল ও ৮টি রেকার সংগ্রহপূর্বক বিভিন্ন ফেরিঘাটে স্থাপন করা হয়েছে।

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর