শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

বগুড়ার দর্জিপাড়ায় ঈদের ব্যস্ততা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার দর্জিপাড়া এখন দারুণ কর্মচঞ্চল। প্রায় দুই হাজার শ্রমিক ব্যস্ত ঈদের নতুন পোশাক তৈরিতে। টেইলার্সগুলোতে অর্ডার ও কাজের চাপ বেড়েছে তিনগুণ। মালিকরা বলছেন, দুই-একদিনের মধ্যে নতুন পোশাক তৈরির জন্য আর কোনো অর্ডারই নেওয়া যাবে না। দর্জিপাড়াগুলো ঘুরে জানা গেছে, পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা। সেই আন্দোলনে উঠে আসা দাবি নিয়ে বগুড়া জেলা দর্জি শ্রমিক ও মালিক পক্ষ বৈঠক শেষে সমঝোতা হওয়ায় ৩০ মে থেকে কাজে ফিরেছেন শ্রমিকরা। এতে করে টেইলার্সগুলোতে ব্যস্ততা বেড়েছে। তারা নতুন অর্ডার নেওয়া শুরু করেন। পোশাক বানানোর মজুরিও বেড়েছে।

সর্বশেষ খবর