শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিসহ ১১ দফা সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিসহ ১১ দফা সুপারিশ করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। গতকাল বিকালে রাজধানীর ফার্মগেটে সংগঠনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সুপারিশ করা হয়। ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় শিক্ষক নেতৃবৃন্দ ও অভিভাবকরা বক্তব্য দেন।

এসব সুপারিশের মধ্যে রয়েছে- ইউনেস্কো সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ এবং জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ করা, জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন ত্বরান্বিতকরণ,  প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরি ও বিজ্ঞানাগার সমৃদ্ধকরণে উদ্যোগ নেওয়া, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান ইত্যাদি।

সর্বশেষ খবর