শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

দ্বিজেন শর্মা স্মরণে তরুপল্লব

সাংস্কৃতিক প্রতিবেদক

দ্বিজেন শর্মা স্মরণে তরুপল্লব

২৯ মে ছিল প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মার ৮৯তম জন্মদিন। আর জন্মদিনের তিন দিন পর গতকাল আলোচনা ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এই নিঃসর্গবিদকে স্মরণ করেছে তারই হাতে গড়া সংগঠন তরুপল্লব। সকালে রমনার বটমূলে অনুষ্ঠিত এই আয়োজনে দ্বিজেন শর্মার জীবন ও কর্ম এবং তার প্রকৃতি প্রেম নিয়ে আলোকপাত করেন নিঃসর্গবিদ লেখক বিপ্রদাশ বড়ুয়া, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বাংলাদেশের সাবেক কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমদসহ তরুপল্লবের পৃষ্ঠপোষকরা। বক্তারা বলেন, পাখিকে স্মরণ করলে সাদাত সেলিম, আকাশের তারাকে স্মরণ করলে আবদুল জব্বার আর প্রকৃতিকে স্মরণ করলে দ্বিজেন শর্মাকে স্মরণ করতে হয়। বৃক্ষের কথা যখন বলতে হয়, তখন দ্বিজেন শর্মা আমাদের প্রাতঃস্মরণীয়। তারা আরও বলেন, এ নগরে বসে দ্বিজেন শর্মা রাজধানীর বাসিন্দাদের বৃক্ষরাজি চেনাতেন। প্রকৃতির প্রতি মমত্ববোধকে তিনি ছড়িয়ে দিয়েছেন তরুণদের মধ্যেও। তার কাছে আমরা, আমাদের সমাজ ও জাতি ঋণী। দ্বিজেন শর্মা সমাজের মানুষকে ভালোবাসতেন। তিনি সমাজ, প্রকৃতি ও মানুষের মধ্যে মেলবন্ধন খুঁজতেন। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠানে আগতদের মাঝে মাধবী, বাসক, তুলসী, ট্যাবেবুইয়া, কালোমেঘ, নীলঘণ্টা, কুম্ভিপাতা, ইদাল, নাগলিঙ্গমসহ দেশীয় দুর্লভ গাছের চারা বিতরণ করা হয়।

প্রসঙ্গত. ১৯২৯ সালের ২৯ মে মৌলভীবাজারের বড়লেখায় জন্মগ্রহণ করেন দ্বিজেন শর্মা। তিনি রাজধানীর বিভিন্ন জায়গায় নানা প্রজাতির গাছ লাগিয়েছেন, তৈরি করেছেন উদ্যান ও বাগান। গাছের পরিচর্যা ও সংরক্ষণ এবং প্রকৃতিবান্ধব শহর গড়ার জন্য প্রচার চালিয়ে গেছেন আজীবন। উদ্ভিদ জগৎ, প্রকৃতি বিজ্ঞান আর বিজ্ঞান ভাবনা নিয়ে লিখে গেছেন প্রায় দেড় ডজন বই। গত বছরের ১৫ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন দ্বিজেন শর্মা।

সর্বশেষ খবর