শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

নারায়ণগঞ্জে ডিসি বাংলোর সামনে ট্রাকে ট্রাকে ‘প্রতিবাদী’ আবর্জনা

ডাম্পিংয়ের জায়গার অভাব : সিটি মেয়র

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি নামক স্থানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ময়লা ডাম্পিং বন্ধ করার প্রতিবাদে জেলা প্রশাসকের বাংলোর সামনে ট্রাকে ট্রাকে ময়লা-আবর্জনা রেখে দিয়েছে নাসিক। জানা গেছে, এ ঘটনায় জেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষুব্ধ। ক্ষোভও প্রকাশ করেছেন নারাণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য নাগরিকরা। নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গণমাধ্যমকর্মীদের বলেছেন, ময়লা- আবর্জনা ফেলবার জন্য জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছিল। তা পাওয়া যায়নি। তাই নাসিকের সুইপাররা বাধ্য হয়ে ময়লার ট্রাক ডিসির বাংলোর সামনে রেখেছে।

জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, ময়লা ফেলার ডাম্পিং জোনের জায়গা চেয়ে নাসিক আবেদন করেছে। সেই ভিত্তিতে জমি বরাদ্দের জন্য ভূমি মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। তবে সরকারি কাজে নিয়মনীতির পাশাপাশি সময়ের প্রয়োজন। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ময়লা ফেলার কারণে এলাকাবাসী ও পরিবহন যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে ময়লা ফেলতে নিষেধ করা হয়েছিল। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে ডিসির বাংলোর সামনে সারি সারি ময়লা- আবর্জনার ট্রাকের ছবি বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পরই লোকজন ক্ষোভ প্রকাশ করতে থাকেন।  জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুুল হাই বলেন, জেলা প্রশাসক তো সরকারেরই প্রতিনিধিত্ব করেন। তার বাংলোর সামনে এভাবে ময়লার ট্রাক রেখে দেওয়াটা সরকারের ভাবমূর্তিতে আঘাত হানার শামিল। ঘটনাটি নারায়ণগঞ্জবাসীকে লজ্জায় ফেলে দিয়েছে।

সর্বশেষ খবর