রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

চাঁদা না দিলেই ইয়াবা ব্যবসায়ী!

মাদকের তালিকা নিয়ে ভয়ঙ্কর কাণ্ড খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

চাঁদা না দিলেই ইয়াবা ব্যবসায়ী!

খুলনায় গোয়েন্দা সংস্থার তৈরি করা মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের তালিকা নিয়ে ভয়ঙ্কর চাঁদাবাজি শুরু হয়েছে। তালিকায় যাদের নাম রয়েছে, তাদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করছে একটি প্রতারক চক্র। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা, র‌্যাব-পুলিশের সোর্স, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা ও তথাকথিত সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এ ব্যাপারে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো মাদকের পৃষ্ঠপোষকের তালিকায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিকসহ ক্ষমতাধর ব্যক্তিদের নাম থাকায় ব্যবস্থা নিতে পারেনি মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। তবে ২৭২ জনের নামের তালিকা ফাঁস হওয়ায় নতুন ফাঁদ পেতেছে প্রতারক চক্র।  গত কয়েকদিনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা, মাছঘাট শ্রমিক লীগ, খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়ন ও রুজভেল্ট জেটি শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতার বিরুদ্ধে মাদকের পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠলে চাঁদাবাজির বিষয়টি আলোচনায় আসে। জানা যায়, এদের প্রত্যেকে অর্থের বিনিময়ে প্রশাসন ও কথিত সাংবাদিকদের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে। এছাড়া তালিকায় নাম-পদবি ভুলের কারণে হয়রানির শিকার হতে হয়েছে অনেককে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনা জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই খুদা বলেন, গোয়েন্দা সংস্থার গোপন তালিকা ফাঁস হওয়ায় মাদকের সঙ্গে জড়িতরা এরই মধ্যে আত্মগোপনে চলে গেছেন। তবে ওই তালিকা নিয়ে চাঁদাবাজির ঘটনা রীতিমতো উদ্বেগ তৈরি করেছে। এতে মাদক ব্যবসায় জড়িতরা আরও বেপরোয়া হয়ে উঠবে।  খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তালিকায় নাম থাকলেই তিনি অপরাধী নয়। ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ তালিকায় নাম দিতে পারে। আর পুলিশের কোনো সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত এমন অভিযোগ এখনো পাওয়া যায়নি। খুলনা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, তালিকার সিংহভাগই সরকারি দলের নেতা, নির্বাচিত জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিক। তাই কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা। আর এই তালিকা ফাঁস হওয়ার সঙ্গেও তারা জড়িত নয়।

সর্বশেষ খবর