রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

ইফতার তারাবি সাহরিতেও থাকছে না বিদ্যুৎ

ক্ষোভে ফুঁসছে সিলেটের মানুষ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটজুড়ে হঠাৎ করেই বেড়ে গেছে লোডশেডিং। ইফতার, তারাবি, সাহরি কোনো কিছুরই পরোয়া করছে না বিদ্যুৎ। প্রচণ্ড গরমে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা, তখন লোডশেডিং মানুষকে বিরক্ত করে তুলছে। ক্ষুব্ধ মানুষ বিদ্যুতের দাবিতে নেমে আসছেন রাস্তায়। করছেন সড়ক অবরোধ। এ অবস্থা চলমান থাকলে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সিলেট জোনে প্রতিদিন ২১০ থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু গরমে এই চাহিদা বেড়ে দাঁড়ায় ২৫০ থেকে ২৮০ মেগাওয়াটে। সিলেট শহরতলির কুমারগাঁও ও ফেঞ্চুগঞ্জ উপজেলাসহ পিডিবির নিজস্ব তিনটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র থেকে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। সিলেটের চাহিদা মিটিয়ে বিদ্যুৎ সরবরাহ করার কথা জাতীয় গ্রিডে। কিন্তু সিলেটের চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের পরও কেন লোডশেডিং, এ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। জানা যায়, চলতি রমজান মাসের শুরুর দিকেও বিদ্যুৎ বিভ্রাট ছিল না সিলেটে। কিন্তু রমজানের প্রথম ভাগ শেষ হওয়ার পর থেকেই ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। বিশেষ করে ইফতার, তারাবি ও সাহরির সময় লোডশেডিং হওয়ায় ধর্মপ্রাণ মানুষেরা ক্ষুব্ধ। এই ক্ষোভ থেকে সাধারণ মানুষ নেমে আসছেন সড়কে। গত ৪ জুন লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটের জৈন্তাপুর উপজেলার মানুষ সিলেট-তামাবিল সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। গত শুক্রবার বিকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মানুষ সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। সেদিন রাতে বিয়ানীবাজারের দুবাগে সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষ। গতকাল দুপুরে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ওসমানীনগর উপজেলার মানুষ। তখন সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এখন সিলেটে বিদ্যুতের উৎপাদন চাহিদার চেয়ে বেশি। এ অবস্থায় লোডশেডিং কেন হয়? সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সরদার আজম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতীয় গ্রিডে ও পাওয়ার স্টেশনে কিছু সমস্যা থাকায় লোডশেডিং হয়েছে। এগুলোর সমাধান করা হয়েছে। কয়েক দিনের মধ্যে চারখাই গ্রিড চালু হবে। তখন সমস্যা থাকবে না।

সর্বশেষ খবর