রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনাই যোগ্য নেতা : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করবেন। তিনি বলেন, বাংলাদেশের বহুমাত্রিক উন্নয়নে বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করছেন। এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনাই যোগ্যতম নেতা। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে। আসুন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার শপথ নিই আমরা।’ গত শুক্রবার সন্ধ্যায় কসবা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। এর আগে মন্ত্রী ঢুকে অনুষ্ঠানস্থলে উপস্থিত শত শত নেতা-কর্মীর সঙ্গে হাত মেলান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম ও আলহাজ রুহুল আমিন ভূইয়া বকুল, জেলা পরিষদ সদস্য মো. মোশাররফ হোসেন ইকবাল ও আলহাজ আইয়ুব আলী ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মো. শফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন রিমন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম, অফিসার ইনচার্জ কসবা থানা মো. আবদুল মালেক প্রমুখ। মন্ত্রী সড়কপথে ঢাকা থেকে কসবায় আসেন ও রাতে ঢাকায় ফেরেন।

সর্বশেষ খবর