রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

ড্রাইভিং শিখতে ভিসির গাড়ি ভাঙল পিএস

ইবি প্রতিনিধি

ড্রাইভিং শিখতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারীর ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-গ-১৭-২২২১) নিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে তার ব্যক্তিগত সহকারী (পিএস) রেজাউল করিম। শুক্রবার সকাল ১১টায় ক্যাম্পাসের অভ্যন্তরে ড্রাইভিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়ির কয়েক জায়গায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবহন অফিস সূত্রে জানা গেছে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, ভিসির ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের দুটি গাড়ি এবং দুজন ড্রাইভার রয়েছেন। তবে ভিসির অনুপস্থিতিতে মাঝে মাঝে গাড়ি নিয়ে ড্রাইভিং শেখেন তার ব্যক্তিগত সহকারী (পিএস)। শুক্রবার সকালেও এ উদ্দেশ্যে পার্কিং লট থেকে গাড়ি বের করার সময় গেটের পিলারের সঙ্গে ধাক্কা লাগান তিনি। এতে গাড়ির কয়েক জায়গায় ক্ষয়ক্ষতি হয়। তবে অক্ষত রয়েছেন রেজাউল করিম রেজা। এর আগেও তাকে ভিসির গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঘুরতে দেখেছেন বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।  পরিবহন অফিসের এক কর্মকর্তা জানান, ‘ভিসি স্যারের পিএস গাড়ি মেরামতের যাবতীয় খরচ নিজে বহন করতে চেয়েছেন। সে জন্য গাড়ি মেরামত করতে পাঠানো হয়েছে।’ এ ব্যাপারে রেজাউল করিম রেজা বলেন, ‘আমি একটু প্রাকটিস করার জন্য গাড়িটি নিয়েছিলাম। অসাবধানতায় এ দুর্ঘটনাটি ঘটে গেছে।’ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন জানান, ‘আমি বিষয়টি শুনেছি। ভিসি স্যারকে অবগত করা হবে। তিনি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিবেন।’ ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর