রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

রংপুরে ১৩ দিনে ১৯ মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মাদকবিরোধী অভিযানে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ‘বন্দুকযুদ্ধে’ গত ১৩ দিনে ১৯ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশের হাতে ১৭ জন আর র‌্যাবের হাতে দুজন নিহত হন। এছাড়া বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে ৯ মাদক ব্যবসায়ীকে। গতকাল দুপুরে রংপুর পুলিশ হলে প্রেসব্রিফিংয়ে পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।

ডিআইজি বলেন, বন্দুকযুদ্ধে নিহতরা সবাই পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের সবার বিরুদ্ধে ১০-২০টি করে মাদক আইনে মামলা রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি নিহত হয়নি দাবি করে তিনি বলেন, আমরা তাদের তালিকা যাচাই-বাছাই করে অপারেশন পরিচালনা করছি। তিনি আরও বলেন, অভিযান শুরুর পর রংপুর বিভাগের ৮ জেলায় এখন পর্যন্ত এক হাজার ৬০০ জন মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে এক হাজার ৩০০টি। ৩১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে ডিআইজি বলেন, এ অভিযানের ব্যাপারে কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না। অভিযানের সময় কারও বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর