রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

আজ এমপিওভুক্তির দাবিতে ফের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ব্যাপারে কোনো নির্দেশনা ও বরাদ্দ না থাকায় ফের আন্দোলনে নামছেন শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’-এর ব্যানারে আজ সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এর আগে তারা গত বছরের ২৬ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি শুরু করেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে টানা ওই অবস্থান ও অনশনের এক পর্যায়ে       ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একান্ত সচিব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেছিলেন।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী (ডলার) এই প্রতিবেদককে বলেন, আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু প্রস্তাবিত বাজেটে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। দীর্ঘদিন আমরা বেতন ছাড়া চাকরি করছি। রাস্তায় নামা ছাড়া তাই আমাদের আর কোনো পথ খোলা নেই। তিনি আরও বলেন, রমজান মাসে রোজা রেখেই এ অবস্থান চলবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণা ছাড়া ঈদেও শিক্ষক-কর্মচারীরা বাড়ি ফিরবেন না বলে জানান তিনি।

সর্বশেষ খবর