শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসা খাতে দুর্নীতি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় চিকিৎসা খাতে দুর্নীতি বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন করেছে বেসরকারি সংগঠন খুলনা উন্নয়ন ফোরাম। গতকাল সকালে মহানগরীর শিববাড়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।

বক্তারা বলেন, খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের ধার্যকৃত বেতন ১৬ হাজার টাকা। কিন্তু প্রভাবশালী ঠিকাদার প্রতি মাসে তাদের দেন মাত্র ৩ হাজার টাকা। এতে এসব কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। পাশাপাশি সরকারি হাসপাতালে ওষুধ চুরি, দালালের উৎপাত, কর্মস্থলে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিসহ নানা অনিয়ম থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে ১ হাজার বেডে রূপান্তর ও স্বাস্থ্যমন্ত্রীর ঘোষিত খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি জানানো হয়।

মানববন্ধনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, বৃহত্তর আমরা খুলনাবাসী, খুলনা উন্নয়ন আন্দোলন, শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তৃতা করেন উন্নয়ন ফোরামের মহাসচিব এম এ কাশেম, অ্যাডভোকেট আনোয়ারা মমতাজ, হাছিবুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর