শিরোনাম
বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

চাঙা মেজাজে ফিরেছে শেয়ারবাজার

ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক

লেনদেনে চাঙা মেজাজে ফিরেছে শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা চলতি বছরের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। একই সঙ্গে উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। জানা গেছে, ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১১৫ কোটি ২৯ লাখ টাকার। এর আগে ২০১৭ সালের ২০ নভেম্বর লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৮ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ৫৮ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬১ কোটি টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৭৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯১৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৬১৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১০, সিএসই-৩০ সূচক ৭৩ ও সিএসসিএক্স ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১১, ১৪৯০০ ও ১০০৫৪ পয়েন্টে। ডিএসইতে হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টি, কমেছে ১৫৭টির ও অপরিবর্তিত থাকে ৩১টির দর। আর সিএসইতে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১২২টির।

সর্বশেষ খবর