শিরোনাম
শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা
সিটি নির্বাচন

লিটনের প্রতিশ্রুতি কর্মসংস্থান বুলবুলের নানা অভিযোগ

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

লিটনের প্রতিশ্রুতি কর্মসংস্থান বুলবুলের নানা অভিযোগ

রাজশাহীতে প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল —বাংলাদেশ প্রতিদিন

রাজশাহীতে আলাদা প্রচারণায় অংশ নিয়ে আবারও নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়রপ্রার্থী। গণসংযোগকালে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নতুন কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন। আর সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলেছেন বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানান। গতকাল সকালে নগরীর দাসপুকুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী। বিকালে রাজশাহী মেডিকেল কলেজের মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী শাখার আয়োজনে চিকিৎসক, নার্সেস, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ও আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, কর্মসংস্থান ছাড়া রাজশাহীর মানুষকে উন্নয়ন দেওয়া সম্ভব নয়। তাই শিল্পায়নের মাধ্যমে এক লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে চাই, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চাই। এ ছাড়া নগরীর যত উন্নয়ন দরকার, সব করব। এজন্য সবার সহযোগিতা ও ভোট প্রয়োজন। আমাকে ভোট প্রদান করে কাজ করার সুযোগ দিন।

অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নির্বিঘ্নে ভোটাররা উপস্থিত হয়ে ভোট প্রদান করতে পারেন সেই নিশ্চয়তার জন্য ভোটের সাত দিন পূর্বে সেনা মোতায়েন করার দাবি জানান ২০-দলীয় জোট প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। সকালে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, সাধারণ ভোটারদের আওয়ামী লীগের লোকজন ভয়ভীতি দেখাচ্ছে। মাইকিং করতে বাধা প্রদান করছে। নির্বাচনী প্রচারণায় কর্মীদের বাধা এবং গালাগাল করছে। এই অবস্থায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর