শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এক যুগের মধ্যে খারাপ ফল সিলেটে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) গত এক যুগের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে সিলেট শিক্ষাবোর্ডে। সিলেট বোর্ডে এবার পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ০৩ শতাংশ। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ জানান, এ বছর সিলেট বোর্ডে ৭১ হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৪ হাজার ১২৭ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন শিক্ষার্থী। গতবার ৭০০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। ইংরেজি ও আইসিটি বিষয়ে খারাপ হওয়ায় সার্বিক ফলে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।

সর্বশেষ খবর