শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

আবার কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

আবার কমল সোনার দাম

এক মাসের ব্যবধানে দেশে আবারও সোনার দাম কমল। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি দেশে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম হবে ৪৮ হাজার ৩৭২ টাকা। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৪৯ হাজার ৫৩২ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার ১৬০ টাকা। আজ শুক্রবার থেকে সোনার নতুন মূল্য কার্যকর হবে বলে বাজুস কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন। এর আগে গত ২১ জুন সোনার দাম কমানো হয়। সে সময় প্রতি ভরি সোনার দাম ছিল ৫০ হাজার ৬৯২ টাকা। যা কমে হয় ৪৯ হাজার ৫৩২ টাকা। সোনার দাম কমায় এখন প্রতি ভরি ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ৪৬  হাজার ১১০ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪১ হাজার ৬৪ টাকায় আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ২৭ হাজার ৪৩৪ টাকায়। তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর