শিরোনাম
শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আয় বাড়াতে ২১ মহাপরিকল্পনা

চট্টগ্রাম সিটি করপোরেশন

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নিজস্ব আয় বৃদ্ধিতে ২১টি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। ২০১৮-১৯ অর্থ বছরে এসব পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য সময়কাল নির্ধারণ করা হয়। ইতিমধ্যে এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে চসিকের রাজস্ব বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করেছে।

জানা যায়, নানা কারণে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিটি করপোরেশন অর্থ সংকটে ভুগছে। তাছাড়া গত প্রায় আট বছর ধরে চসিকে আয়বর্ধক নতুন কোনো প্রকল্পও গ্রহণ করা হয়নি। অতীতের আয়বর্ধক প্রকল্পগুলোই কার্যত চসিকের নিজস্ব আয়ের অন্যতম খাত হিসেবে আছে। তবে বর্তমান মেয়রের আমলে কিছু আয়বর্ধক প্রকল্প হাতে নেওয়া হলেও তা এখনো আলোর মুখ দেখেনি। চসিকের এমন আর্থিক সংকটাবস্থায় আয়বর্ধক কিছু পরিকল্পনা গ্রহণ করা হয় বলে জানা যায়। এ নিয়ে বুধবার একটি সভাও অনুষ্ঠিত হয়। চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘নিজস্ব আয় বৃদ্ধির জন্য আমরা বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছি। চলতি অর্থবছর থেকে এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেব। বার্ষিক কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে চসিক আর্থিকভাবে অনেক সমৃদ্ধ হবে।’ বার্ষিক প্রস্তাবিত উন্নয়ন কর্মপরিকল্পনার মধ্যে- সিঙ্গাপুর ব্যাংক মার্কেটকে প্রথম তলা থেকে  ৬ষ্ঠ তলা পর্যন্ত সম্প্রসারণ করে ১১ তলা পর্যন্ত ফ্লোর নির্মাণ করা, কাজীর হাট চতুর্থ তলা ভবন নির্মাণ, শাহ্ আমানত মার্কেট সংস্কার ও চতুর্থ তলা থেকে ২টি ফ্লোর বর্ধিতকরণ, বহদ্দার হাট ও চকবাজার কাঁচা বাজারের কাজ সমাপ্ত করা উল্লেখযোগ্য।

সর্বশেষ খবর