শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কোরবানির গরুর চামড়া ৪৫, খাসি ১৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা সামনে রেখে এ মৌসুমের জন্য কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার গরুর কাঁচা চামড়ার মূল্য (লবণযুক্ত) প্রতি বর্গফুট ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা, খাসির কাঁচা চামড়া সারা দেশে ১৮ থেকে ২০ টাকা ও বকরির কাঁচা চামড়া সারা দেশে ১৩ থেকে ১৫ টাকা  নির্ধারণ করা হয়েছে। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চামড়ার এই দাম ঘোষণা করেন। এর আগে মন্ত্রী বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট চামড়া ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। আলোচনা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, চামড়ার আন্তর্জাতিক বাজার এবং চলমান বাণিজ্য পরিস্থিতি পর্যালোচনা করে এ বছর বাস্তবভিত্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। চামড়া পাচার রোধ ও উপযুক্ত মূল্য নিশ্চিত করার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এ বিষয়ে দেশের প্রচার মাধ্যম এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। গত বছর চামড়া ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকায় সংগ্রহ করেন। এ ছাড়া সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর