শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গুজব ছড়ানোর অভিযোগে বুয়েট শিক্ষার্থী ও জুম বাংলার সিইও গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার সিইও ইউসুফ চৌধুরী (৪০) ও বুয়েটের শিক্ষার্থী দাইয়ান আলম (২২)। ৫ আগস্ট রমনা থানার একটি মামলায় তাদের বুধবার রাতে গ্রেফতার দেখায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। গতকাল সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের এডিসি নাজমুল ইসলাম এ তথ্য জানান। তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল ফোন সেট ও ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশ জানায়, জুমবাংলা অনেক দিন ধরে ভিত্তিহীন তথ্য প্রকাশ করে আসছে। ভুয়া সংবাদ প্রচার করে সাংবাদিকতার নীতিমালার বাইরে গিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করে। শিক্ষার্থীদের আন্দোলনের সময়ও অপ্রাসঙ্গিক ছবি প্রকাশ করে আন্দোলন উসকে দেয়। এদিকে বুয়েট শিক্ষার্থী দাইয়ান আলম ফেসবুক লাইভ, পোস্টসহ নানান কনটেন্ট শেয়ার করে ছাত্রদের স্বাভাবিক আন্দোলনকে সহিংস করতে সচেষ্ট থাকেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর