শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

অতি রাজনীতি সবার জন্যই ক্ষতিকর

———————— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সবক্ষেত্রে অতি রাজনীতি সবার জন্যই ক্ষতিকর। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সরকার রাজনীতির গন্ধ পেয়ে হামলা-মামলা করে শিক্ষার্থীদের ওপর জেল-জুলুম করছে। অন্যদিকে কেউ কেউ এই আন্দোলনে ভর করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। গতকাল বাদ আসর বায়তুল মোকাররমের পূর্ব গেটে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পীর চরমোনাই একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল এম হাছিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুহাম্মাদ বরকতুল্লাহ লতিফ, মাওলানা আরিফুল ইসলাম, জি এম রুহুল আমীন, শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ছাত্র রাজনীতি হওয়ার কথা শিক্ষার্থীদের স্বার্থে। কিন্তু বর্তমানে ছাত্র রাজনীতি হচ্ছে ক্ষমতায় থাকা ও যাওয়ার স্বার্থে। কোটা আন্দোলন ও অতি সাম্প্রতিক ছাত্র আন্দোলনে ছাত্রলীগ যে সহিংস ও আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে তা ছাত্র রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে। একই সঙ্গে অরাজনৈতিক ছাত্র বিক্ষোভকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে অপপ্রয়াস হয়েছে সেটাও দুঃখজনক।

সর্বশেষ খবর