শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ব্যাংক শেয়ারের দর কমায় পতন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক শেয়ারের দর কমায় পতন ডিএসইতে

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। বেশির ভাগ ব্যাংকের শেয়ার দর কমায় নেতিবাচক প্রভাব পড়েছে সূচকে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কিছুটা বেড়েছে দুই শেয়ারবাজারে। বাজার চিত্রে দেখা গেছে, গতকাল ডিএসইতে ৩০টি ব্যাংকের মধ্যে শেয়ার দর কমেছে ১২টির বা ৪০ শতাংশের। ৭টির বা ২৩ শতাংশ ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত ছিল। দর বেড়েছে মাত্র ১১টি প্রতিষ্ঠানের। শেয়ার দর সর্বোচ্চ কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির শেয়ার দর ০.৩০ টাকা কমেছে। এ ছাড়া সোস্যাল ইসলামী ব্যাংক, ওয়ান, যমুনা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও ব্যাংক এশিয়ার ০.২০ টাকা করে এবং ০.১০ টাকা করে শেয়ার দর কমেছে উত্তরা, ট্রাস্ট, স্ট্যান্ডার্ড, সাউথইস্ট, এনসিসি ও ন্যাশনাল ব্যাংকের। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৪৭ ও ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬৯ ও ১৯৬০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৭২২ কোটি ৩৭ টাকার শেয়ার ও ইউনিট। যার পরিমাণ আগের দিন ছিল ৬৩৩ কোটি টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮৯ কোটি টাকা।

সর্বশেষ খবর