শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সাহস থাকলে পুরো ভোটে ইভিএম দিন

———— খন্দকার মাহবুব হোসেন

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার ক্ষমতা ধরে রাখার জন্যই কোটি কোটি টাকা খরচ করে ১০০ আসনে ইভিএম চালু করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, যদি সাহস থাকে তাহলে ১০০ আসনে কেন পুরো নির্বাচনে ইভিএম চালু করে দেখান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খন্দকার মাহবুব আরও বলেন, দেশকে বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত করতে হলে এ সরকারকে হঠাতে হবে। সরকারকে হঠাতে হলে গণঐক্য গঠন করতে হবে। তবেই গণতন্ত্র ফিরে আসবে। আয়োজক কমিটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপির সভাপতি কাজী আবুল বাশার, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর