শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সাহসিকতার জন্য পাঁচ ট্যুরিস্ট পুলিশ পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের শৈবাল পয়েন্টে দায়িত্ব পালনকালে ঝুঁকি নিয়ে পাঁচ ছিনতাইকারীকে আটক করায় ট্যুরিস্ট পুলিশের পাঁচ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন কক্সবাজার রিজিয়নের এএসআই আলমগীর হোসেন, গোলাম মাওলা, আরশাদুল হক, ইসমাইল হোসেন ও কনস্টেবল ইউনুস মিয়া। গতকাল সকালে রাজধানীর রামপুরায় ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে ঈদ-পরবর্তী আইনশৃঙ্খলাবিষয়ক ব্রিফিংয়ে তাদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন বাহিনীর প্রধান ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম।

তিনি বলেন, বাহিনীর কেউ ভালো কাজ করলে পুরস্কার এবং অপরাধ করলে তিরস্কার দেওয়ার রীতি অনেক আগে থেকেই প্রচলিত আছে। এরই ধারাবাহিকতায় পাঁচ পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হলো; যা অন্য ট্যুরিস্ট পুলিশদের উৎসাহ, উদ্দীপনা ও কাজের গতি বাড়াতে ভূমিকা রাখবে। ২০১৩ সালে প্রধানমন্ত্রী যে স্বপ্ন নিয়ে ট্যুরিস্ট পুলিশ গঠন করেছেন তা বাস্তবায়নে ট্যুরিস্ট এলাকাগুলোয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এর প্রত্যেক সদস্য। ডিআইজি বলেন, এই ঈদেও ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পর্যটন এলাকাগুলোয় নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। ফলে দিন দিন এসব এলাকার পরিবেশ উন্নতিসহ দেশি-বিদেশি পর্যটকের কাছে প্রিয় হয়ে উঠছে। ব্রিফিংয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ফজলুর রহমান, মাহবুব হাকিম, এসপি জিল্লুর রহমান, অতিরিক্ত এসপি নজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ২৩ আগস্ট কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টের ঝাউবন এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক দম্পতি। ছিনতাইকারীরা তাদের গলায় ও পেটে ছুরি ধরে ৩ হাজার ২৮০ টাকা ছিনিয়ে নেয়। পরে ট্যুরিস্ট পুলিশের ওই পাঁচ সদস্য ঝুঁকি নিয়ে পাঁচ ছিনতাইকারীকে আটক করেন। এ সময় ছিনতাই করা টাকাসহ ৩টি ছোরা ও ৩টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এর আগে ২০১৫ সালের ২৩ জুলাই কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল মো. পারভেজ নিহত হন।

সর্বশেষ খবর