শিরোনাম
শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
কয়লা কেলেঙ্কারি

পেট্রোবাংলার আরও আট কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনির কয়লা গায়েব হওয়ার অভিযোগে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আরও আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এ নিয়ে কয়লা কেলেঙ্কারির অভিযোগে মোট ৩২ কর্মকর্তা দুদকের জিজ্ঞাসাবাদের আওতায় এসেছেন। গতকাল পেট্রোবাংলার ওই ৮ কর্মকর্তাকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হলেন-পেট্রোবাংলার উপ-ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং অ্যান্ড ম্যানেজমেন্ট) মো. খলিলুর রহমান, সাবেক মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) আব্দুল মান্নান পাটোয়ারী ও গোপাল চন্দ্র সাহা, ব্যবস্থাপক (হিসাব) সারোয়ার হোসেন, ব্যবস্থাপক (সেলস ও রেভিনিউ কালেকশন) মো. কামরুল হাসান, উপ-ব্যবস্থাপক (মার্কেটিং ও কাস্টমার সার্ভিসেস) মোহাম্মদ নোমান প্রধানীয়া, সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এ কে এম সিরাজুল ইসলাম ও শরিফুল আলম এবং সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) আল আমিন।

সর্বশেষ খবর