শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পূর্বাচলের মাস্টার প্ল্যান বার বার পরিবর্তনের ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের পূর্বাচল প্রকল্পের মাস্টার প্ল্যান কতবার সংশোধন করা হয়েছে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে পূর্বাচল প্রকল্পের বিদ্যুৎ, পানি, স্যুয়ারেজ ব্যবস্থার অগ্রগতি, মাস্টারপ্ল্যান  পরিবর্তন ও বার বার কেন সময় বৃদ্ধি করা হয়েছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানিক প্লটের বর্তমান অবস্থা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে কমিটির কাছে প্রতিবেদন দাখিলের সুপারিশ করা হয়েছে। সংসদ  ভবনে গতকাল অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী। কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বৈঠকে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর