শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
বরিশাল সিটি নির্বাচন

২৬ কেন্দ্রের অনিয়ম তদন্তে কমিশন

বরিশাল সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

৩০ জুলাই অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে অনিয়ম তদন্তে দ্বিতীয় দফায় তদন্তে নেমেছে নির্বাচন কমিশনের তদন্ত দল। প্রথম দফায় ৩০টি কেন্দ্রে অনিয়ম তদন্তের পর এবার দ্বিতীয় দফায় আরও ২৬টি কেন্দ্রের অনিয়ম তদন্ত করছে নির্বাচন কমিশন। ইভিএম কেন্দ্রে জালিয়াতি, ভোট দিতে বাধা, কেন্দ্র থেকে এজেন্ট বের করে জালভোট প্রদান, গণনায় গরমিলসহ প্রার্থীদের নানা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত করে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনের এক মাস পর তদন্ত কমিটির কাছে একটি ইভিএম কেন্দ্রের এসডি কার্ড (চিফস) জমা দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর