শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রতিবন্ধকতা পেরিয়ে শতবর্ষী নারী শক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধকতা পেরিয়ে শতবর্ষী নারী শক্তি

সামাজিক প্রতিবন্ধকতা নারীর চলার পথকে করে তুলছে বন্ধুর। পথের কাঁটা আর লোকের কথায় রক্তাক্ত হচ্ছে নারী হৃদয়। সংকট জালে জর্জরিত নারী। প্রতিবন্ধকতা পার করে নিজের মনোবল জোরদার করে এগিয়ে আসছে নারী। অদম্য নারীসত্তায় ভেসে আসছে জয়ের রথ। নাটকের চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় নারীর ভিতরে লুকায়িত নারী সত্তাকে। যুক্তরাজ্য এবং বাংলাদেশের দুটি সংগঠন পিউট পোরটার এবং পারার যৌথ উদ্যোগে ‘নারী শক্তি’ নামে গঠিত প্লাটফর্মের শতবছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর কমলাপুর রেলস্টেশন, শিল্পকলা একাডেমি, টিএসসি এবং ছবিঘরে স্বল্পদৈর্ঘ্য নাটক এবং নৃত্যের আয়োজন করা হয়। দিনব্যাপী এ প্রদর্শনীতে ১০টি নাটকে ফুটিয়ে তোলা হয় এদেশের পোশাক শ্রমিকদের বর্তমান অবস্থা। আত্মশক্তিতে নিষ্পেষণের বাধা পেরিয়ে সফলতায় উত্তীর্ণ নারীদের গল্প, অনুপ্রেরণামূলক চরিত্রের মধ্য দিয়ে শোনানো হয় আশার বাণী। নারী শক্তি মূলত যুক্তরাজ্যভিত্তিক সংগঠন। পিউট পোরটার এবং পারা এই দুই সংগঠনে বাংলাদেশি তরুণদের পাশাপাশি কাজ করছে যুক্তরাজ্যের তরুণরা। রাজধানীতে কর্মরত নারীদের সমস্যা এবং শক্তির জায়গাগুলো দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মানুষের সচেতনতা বাড়ানো। অনুষ্ঠানে সহযোগিতা করেছে ব্রিটিশ কাউন্সিল, র‌্যাভেনসবর্ন ইউনিভার্সিটি লন্ডন, প্রাচ্যনাট, বিজিএমইএ-বিইউএফটি, হামিদ ফেব্রিকস, প্রবর্তনা, সাধনা এবং নগর-দারিদ্র্য বস্তিবাসীর উন্নয়ন সংস্থা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর